মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৭:৫২ পূর্বাহ্ন
মো; জুয়েল রানা কুড়িগ্রাম প্রতিনিধি : ১৫.১১.১৮
অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দের জন্য ৪র্থ শিল্প বিপ্লব এই স্লোগানে কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় কুড়িগ্রাম জেলা পরিষদ মার্কেটের সামনে পায়রা উড়িয়ে দিবসের সুচনা করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. নুরে আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম পলিটেকনিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ মো: মুনজুর হোসেন, আইএডিবি’র সহসভাপতি প্রকৌশলী কামাল আহমেদ প্রমুখ।