বুধবার, ২৫ মে ২০২২, ০৭:১০ অপরাহ্ন
আজিজুল ইসলামঃ যশোরের বেনাপোল সীমান্তে সরকারের ঘোষণাকৃত মাদকে জিরো টলারেন্সের অধীনে মাদক নির্মূল অভিযানে ও আইন-শৃংখলা রক্ষার ভূমিকায় পুলিশের কাজে সহযোগিতা করায় যশোর জেলা পুলিশ সুপার বেনাপোল পোর্ট থানার গ্রাম পুলিশের সদস্য কবির হোসেন কে জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ নির্বাচিত করে তার হাতে পদক (ক্রেস্ট)তুলে দিয়েছেন।
বেনাপোল ইউনিয়ন পরিষদে চাকুরীরত গ্রাম পুলিশ কবির হোসেন পোর্ট থানা এলাকায় মাদক নির্মুল অভিযান ও আইন-শৃংখলা রক্ষায় বিশেষ অবদান রাখায় যশোর জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে নর্বাচিত হয়েছেন। ০৬ নভেম্বর যশোর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার মঈনুল হক (বিপিএম,পিপিএম) কবির কে জেলার শ্রেষ্ঠ গ্রাম পুলিশের পদক তুলে দেন।