বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৪৪ অপরাহ্ন
মোঃ কাওছার উদ্দীন, চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলাঃ
গত কাল শুক্রবার ২৩(নভেম্বর) থেকে আজ শনিবার ২৪(নভেম্বর) পর্যন্ত অফিস্যার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই দুর্লভ চন্দ্র, এসআই তৈয়মুর রহমান, এসআই রাজিব পোদ্দার, এএসআই, সঞ্জয় চক্রবর্তী, এএসআই, ফয়সাল,এএসআই, আশিক, এএসআই, মনিরুজ্জমান, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৬ জন আসামীকে আটক করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলেন, ০১। মোঃ আকবর পিতা-আবু শামী, সাং-বাদশা ঘোান,২। কোহিনুর আক্তার, পিতা-মোঃ ফারুক, সাং-মধ্যম কুতুবদিয়াপাড়া, ৩। তাছলিমা আক্তার , পিতা-মোাঃ রাসেল,সাং- দকিষন কুতুবদিয়াপাড়া, ৪। আমির হামজা, পিতা-মৃত শের আলী, সাং-দক্ষিন কুতুবদিয়াপাড়া, ৫। আরজু মেহের প্রকাশ রেহিয়া, পিতা-আব্দুর রশীদ, সাং-পশ্চিম লারপাড়, ৬। সৈয়দ হোসেন, পিতা- মোহাম্মদ হোসেন, সাং-পশ্চিম লারপাড় ৭। মোঃ সেলিম, পিতা-মোহাম্মদ হোসেন, সাং-পাহাড়তলী, ৮। মোঃ শাহিন, পিতা-মোঃ শহিদুল হক, ৯। মোঃ হালিম, পিতা-ইলিয়াস, উভয় সাং-পাহাড়তলী, ইসলামঘোানা, ১০। হামিদ, পিতা-বাহার আলী, সাং-পশ্চিম বাহাড়ছড়া, ১১। মোঃ খোকন পিতা-মোঃ ইলিয়াস, সাং-বাংলাবাজার,সর্ব থানা ও জেলা-কক্সবাজার ১২। মোহাম্মদ সফিক, পিতা- ছৈয়দ নুর, সাং-শিলেরছড়া, থানা- উখিয়া, ১৩। মোঃ ছৈয়দ আহাম্মদ, পিতা-মৃত ফারুক, সাং-ক্যাম্প কুতুপালং, থানা- উখিয়া, উভয় জেলা-কক্সবাজার, ১৪। মোঃ মিজান, পিতা-ছোবাহান, সাং-চাটারদিয়া, থানা-ধুমাকিয়া, জেলা-পটুয়াখালী ১৫। জাহিদ হাসান, পিতা-কামাল সিকদার, সাং-চাটরদিয়া,থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর, ১৬। রানা আহাম্মদ, পিতা-জামাল হোসেন,সাং-পদমদু, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহদেরকে বিভিন্ন মামলায় আটক করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এবিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিস্যার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।