বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৩৪ অপরাহ্ন
মোঃ কাওছার উদ্দীন, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলাঃ
গত ২৫নভেম্বর রবিবার থেকে ২৬নভেম্বর সোমবার পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোহাম্মদ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), জনাব মোঃ মাইন উদ্দিন, পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) জনাব মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই দুর্লভ চন্দ্র দাশ,এসআই, আরাফাতুর আলম, এএসআই, লিটন, এএসআই, কাশেম, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৯ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলেন, ০১। মোঃ সাইফুূল ইসলম,পিতা-মৃত শওকত আলম,২। জাহিদ হোসেন, পিতা-আব্দুস ছফি, উভয় সাং-পাহাড়তলী, সিরাজেরঘোনা, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার,৩। ফরহাদ বিন রিদওয়ান, পিতা-রিদওয়ান সিকদার, সাং-বদরখালী, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, ৪। মোঃ আতিকুর রহমান, পিতা-নরুল ইসলাম প্রকাশনরি সালাম, সাং-ফকিরপাড়া, ,০১নং ওয়ার্ড, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে কুতুবদিয়াপাড়া, ০১নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, ৫। আব্দুর রহিম ড্রাইভার, পিতা-সুলতান সাং-ভুতপাাড়া, খুরুলিয়া, থানা ও জেলা-কক্সবাজার, ০৬। খোরশেদ, পিতা-মোঃ সফি প্রকাশ বাইল্যা, সাং- মানুপাড়া, থানা ও জেলা-কক্সবাজার ০৭। মোঃ শাহিন প্রকাশ বুলেট, পিতা-মোঃ হানিফ, সাং-টেকনাইফ্য পাহাড়, দক্ষিন রুমালিয়ারছড়া, কক্সবাজার পেরৈসভা, থানা ও জেলা-কক্সবাজার, ০৮। মোঃ রাসেল, পিতা-মোঃ নুরুল আলম, সাং-দক্ষিন সাজিক্যপল্লী, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা-কক্সবাজার, ০৯। মোঃ আলম, পিতা-আবুল বশর, সাং-মুহুরীপাড়া,সরকারী কলেজের দক্ষিন পার্শ্বে, থানা ও জেলা-কক্সবাজারদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন খন্দকার জানান, অব্যাহত অভিযান পরিচালনা করে পরোয়ানাভূক্ত পলাতক আসামী সহ থানা এলাকার ছিনতাইকারীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় এনে এলাকার জনসাধারন ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিত করা হবে এবং চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।