মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:০৭ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
এপেক্স ক্লাব অব জামালপুরের ৯ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার সকাল ১০টায় জামালপুর পৌরসভার সভা কক্ষে উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। সাধারণ সভায় ক্লাবের ২০১৯ ইং বর্ষের ক্লাব বোর্ড নির্বাচনে এপে: ময়না আকন্দ প্রেসিডেন্ট এবং এপে: মো. মঞ্জুরুল ইসলাম সেক্রেটারি এন্ড ডিএনই নির্বাচিত হন।
ক্লাব প্রেসিডেন্ট এপেক্স এম জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর এপেক্স আশরাফুল হক মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এপেক্স খন্দকার কামরুজ্জামান তৌহিদ, এপেক্স ক্লাব অব জামালপুরের লাইফ মেম্বার এপেক্স হাফিজ রায়হান সাদা। এছাড়াও বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব জামালপুরের পিপি এপেক্স সফি কামাল চৌধুরী, পিপি এপেক্স প্রণব বসাক সুবল, পিপি কাফি পারভেজ, পিপি এপেক্স সৈয়দ আবদুস সাফি, সদস্য এপেক্স সাজ্জাদ আনসারী প্রমুখ।
অনুষ্ঠানের প্রথম পর্বে এপেক্স ক্লাব অব জামালপুর এর সকল বোর্ড সদস্যদের ২০১৮ বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ শেষে ২০১৯ ইং বর্ষের বোর্ড নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্স ময়না আকন্দ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স আবু সায়েম সাদাত-উল-করিম. জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্স রাজিব সিংহ সাহা, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট এপেক্স এম এ জলিল, সেক্রেটারি এন্ড ডিএনই এপেক্স মঞ্জুরুল ইসলাম, ট্রেজারার এপেক্স সুমন কুমার সাহা, সার্ভিস ডাইরেক্টর এপেক্স মো. আবু সায়েদ, মেম্বারশীফ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর এপেক্স শফিক জামান, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর এপেক্স শ্যামল চন্দ্র সাহা, পাবলিক স্পিকিং এন্ড ডিবেডিং ডাইরেক্টর এপেক্স সাজ্জাদ আনসারী, সার্জেন্ট এট আর্মস এপেক্স আরিফুজ্জামান আকন্দ নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এপেক্স হাফিজ রায়হান সাদা, নির্বাচন কমিশনার এপেক্স আরজু আকন্দ ও এপেক্স কাফি পারভেজ।