মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৯:২৩ পূর্বাহ্ন
এম শাহীন আলম. খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ী-বাঙ্গালী স্থানীয় গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেছে ১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন। লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের পরিচালনায় একদিনব্যাপী চক্ষুশিবির ক্যাম্পেইনের উদ্ভোধন করা হয়েছে
১৮ ই নভেম্বর সকাল ১১টায় গুইমারা সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসে উক্ত চক্ষুশিবির ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন গুইমারা ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজেদুল ইসলাম।
প্রধান অতিথি ২৪ আর্টিলারী ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম সাজেদুল ইসলাম বলেন, একজন অন্ধ লোকেই জানে তার দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আনন্দ কতটুকু, পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি রক্ষার পাশাপাশি হত-দরিদ্র পাহাড়ী-বাঙ্গালীর চিকিৎসা সেবায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আর এধারা অব্যহত রেখে পাহাড়কে এগিয়ে নিতে সকলের সহযোগীতাও কামনা করেছেন তিনি।
চক্ষুশিবির ক্যাম্পেইন উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার রুবায়েত মাহমুদ হাসিব, গুইমারা উপজেলা নির্বাহি অফিসার পঙ্কজ বড়ুয়া, ১ নং গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ির রাজবাড়ির কুমার সুইচিংপ্রু চৌধুরি, লায়ন্স চক্ষু হাসপাতালের ডা:অরবিন্দ চৌধুরি, চক্ষু বিশেষজ্ঞ রেজাউল করিম শিকদার, ক্যাম্পেইনের কো-অর্ডিনেটর জসিমউদ্দিন, এবং চক্ষু বিশেষজ্ঞ খোকন দাশ সহ প্রমুখ
পাহাড়তলী চক্ষু হাসপাতালের সার্জেন্ট সৌমেন তালকদার এবং সিন্দুকছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন মাহমুদুল হাসানের নেতৃত্বে ২টি টিম সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা প্রায় ৩শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে।
এতে চোখের ছানি অপারেশনের জন্য ৬০জন জটিল রোগীকে সনাক্ত করা হয়। তাদের বিনা খরচে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রাম নিয়ে অপারেশন করা হবেও বলে জানান গুইমারা সাব জোন কমান্ডার ক্যাপ্টেন সামিউল হাসান সৌখিন।