বুধবার, ২৫ মে ২০২২, ০৬:১৯ অপরাহ্ন
মোঃ কাওছার উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
আজ ১৫নভেম্বর বিকালে বাংলাদেশ ছাত্রলীগ,কেন্দ্রীয় নিবার্হী সংসদ কতৃক থেকে ঘোষিত বিএনপির আগুন সন্ত্রাস এবং নিবার্চন বানচাল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ এর নেতৃত্বে ১বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে ঈদগাঁও বাসষ্টেশনে। এই বিক্ষোভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইমরান, জাহেদ, আরিফ, কায়েস,ফরিদ মনির,কাজী আবদুল্লাহ,ওমি,সালমান,ইউছুপ,জুবাইর,সোহেল, রাহুল হিরু,আতিক,সোহেল,আরফাত,নজরুল নয়ন,নিখিল,সাজ্জাদ, সহ আরও অনেক নেতাকর্মী।অন্য দিগে একিদিনে বিকেলে সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিমের নেতৃত্বে আরও একটি বিক্ষোভ মিছিল অনুষ্টিত করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশনে ছাত্রনেতা, নাছির, আরফাত, সাইফুল,ফরহাদ,আরিফ জাওয়ান,ফয়সাল,শরীফ,সায়েম,নেয়ামত, হাসনাত,মামুন,হুমায়ুন মুবিন,রুবেল উল্লাহ,নুর মোহাম্মদ, সহ আরও অনেকে নেতাকর্মীরা।