মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:২৭ পূর্বাহ্ন
মোঃ কাওছার উদ্দীন, চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলাঃ কক্সবাজার সদর উপজেলার পোকখালী ইউনিয়ন ২নং আবুলফজল পাড়া এক শিশুর মৃতদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় আলমগীর । নিহত শিশু বাবু (৪)হলেন স্থানীয় ফিরুজ উদ্দীনের ছেলে। ২৪ (নভেম্বর) শনিবার বিকাল আড়াইটার দিকে মধ্যম পোকখালী আবুলফজল পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার দূপুরের নামাজের পর সবার অজান্তে একা বাড়ীর পাশের স্থানীয় মসজিদের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায় বাবু। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষন খোঁজাখুঁজির পর আজ শনিবার দূপুর দুইটার দিকে মসজিদের পুকুরে তার মৃতদেহ ভেসে ওঠলে উদ্ধার করে কূলে নিয়ে আসে। পরে ঈদগাহ মেডিকেল হাঁসপাতলে নিয়ে গেলে চিকিৎসক থাকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার সাহাজান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।