শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১৭ অপরাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুরের ইসলামপুরে ট্রাকের চাপায় দিলিপ কুমার পাল (৪৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর শহর বাইপাস রোড়ের মার্কাস মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামপুর পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের মদন পালের ছেলে দিলিপ কুমার পাল মার্কাস মসজিদ সংলগ্ন মোড়ে দাড়ানো থাকাবস্থায় আখি মিলন পরিবহন নামের একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোজাহিদ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীরা জানান, স্থানীয় প্রশাসনের সামনেই রেজিষ্ট্রেশন বিহীন অসংখ্য মাটিটানা অবৈধ ট্রাক-ট্রাক্টর ও ভটভটি শহরের অলি-গলিতে দাঁপিয়ে বেড়াচ্ছে। ফলে প্রতিনিয়ত বেড়েই চলেছে প্রাণহানীর ঘটনা।####
সৈকত আহমেদ বেলাল/
জামালপুর।।।।