বুধবার, ২৫ মে ২০২২, ০৮:১৩ অপরাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর:
জামালপুর জেলার ইসলামপুরে উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের উদ্যোগে ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪৭তম জাতীয় সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়। র্যালীর নেতৃত্ব দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। র্যালী শেষে বিআরডিবি‘র সভাকক্ষে উপজেলা কেন্দ্রীয় কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিটেড‘র সভাপতি জাহের আলী চুন্নুর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি এম. শফিকুল ইসলাম ফারুক‘র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন-জাতীয় সমাবয় শিল্প সমিতির সদস্য নারায়ন চন্দ্র কর্মকার, বিশিষ্ট সমবায়ী ছন্দকবি মীর নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত পাঠ করেন চাউল কল মালিক সমবায় সমিতি‘র সাধারণ সম্পাদক আলহাজ¦ মনির হোসেন।