বুধবার, ২৫ মে ২০২২, ০৭:১১ অপরাহ্ন
হেলাল শেখঃ
ঢাকার আশুলিয়ার কাঠগড়া এলাকায় এ্যাগ্রো বিজনেস সাপোর্ট লিঃ ও অন্নদাতা লিমিটেড ফ্যাক্টরীর সাইনবোর্ডে দুই ফ্যাক্টরীর নাম ব্যবহার করে বিষ উৎপাদন করা হচ্ছে। সরকারী আইনের তোয়াক্কা না করে এসব ফ্যাক্টরীতে নকল ও ভেজাল ওষুধ এবং বিষ উৎপাদন করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।
স্থানীয়রা অনেকেই বলেন, আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় পরিবেশ দূষণ সৃষ্টি করছে এসব অনেক ফ্যাক্টরী। আসলে এদের পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট আছে কিনা এটাই অজানা। সাংবাদিকরা ওইসকল ফ্যাক্টরীতে এ বিষয়ে তথ্য নিতে ভিজিট করতে গেলে, ফ্যাক্টরীর গেটে দায়িত্বে থাকা দারোয়ানের কাছে ভিতরে যাওয়ার অনুমতি চাইলে কারখানায় কাউকে ঢুকতে দেননি।
উক্ত ব্যাপারে ফ্যাক্টরীর উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলেন তারা। কর্মকর্তার সাথে মুঠোফোনে আলাপ করলে তিনি বলছেন, আমি ফ্যাক্টরীর বাহিরে আছি আসতে সময় লাগবে এই অজুহাতে দীর্ঘ দু থেকে আড়াই ঘণ্টা অপক্ষার পরে এডমিন এক্সেকিউটিভ কর্মকর্তা আসেন।
তিনি উত্তেজনামূলক ভাষায় কথা বলছেন, আর বিভিন্ন ব্যক্তির পরিচয় দিয়ে থাকেন। তিনি নিজের মুখে বলছেন, তার প্রতিষ্ঠানের সকল প্রকার লাইসেন্স আছে। কিন্তু সাংবাদিকরা ফ্যাক্টরী ভিজিট করতে চাইলে অমত পোষণ করেন।
এখানেই রহস্য, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এইসব ফ্যাক্টরীর দুর্গন্ধে তারা অতিষ্ট। প্রশ্নঃ আবাসিক এলাকায় কিভাবে এমন কারখানার লাইসেন্স দেয়া হয়েছে? এলাকাবাসীর দাবি যে, এই ফ্যাক্টরী নির্দিষ্ট স্থানে নেয়াসহ স্থান পরিবর্তন করলে তাদের বসবাসের যোগ্য পরিবেশ সৃষ্টি হবে।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর ও মন্ত্রণালয়সহ স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।