শুক্রবার, ২০ মে ২০২২, ০৩:৫৬ অপরাহ্ন
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ ৬টি আসনের মধ্যে সদর আসন ছাড়া অন্য ৫টি আসনে যথাযথ দশম জাতীয় সংসদের যাঁরা সংসদ সদস্য ছিলেন তাদেরই পুনরায় আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রদান করলেও সদর আসনের প্রার্থীতা ধু¤্রজালের সৃষ্টি হয়। গত রবিবার ২৫ নভেম্বর এই আসনে অধিকাংশ মিডিয়ায় আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাবেক মন্ত্রী প্রয়াত আব্দুল জলিলের পুত্র নিজামুদ্দিন জলিল জন-এর মনোনয়ন প্রাপ্তির সংবাদ আসলেও কোন কোন মিডিয়ায় বর্তমান এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক-এর নাম প্রচারিত হয়েছে। এ নিয়ে নওগাঁয় সাধারন মানুষের মধ্যে ধু¤্রজালের সৃষ্টি হয়। অবশেষে সন্ধ্যার মধ্যে সে ধোঁয়াশা কেটে গিয়ে সবগুলো মিডিয়ায় একক নাম হিসেবে তরুন এবং একবারেই রাজনীতিতে নতুন নেতৃত্ব নিজামুদ্দিন জলিল জনের নাম প্রচারিত হয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে নিজামুদ্দিন জলিল জন-এর সমর্থকদের আনন্দ উল্লাশ পরিলক্ষিত হয়। তাঁরা জন’কে নওগাঁয় অভ্যর্থনা জানানোর অপেক্ষায় আছেন।
কিন্তু গতকাল সোমবার দুপুরে হঠাৎ করে সংবাদ পাওয়া যায় এই আসনে প্রধানমন্ত্রী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল মালেককে মনোনয়নপত্র প্রদান করেছেন। তিনি নওগাঁ’র সাংবাদিকদের ফোন করে তাঁর এই মনোনয়ন প্রাপ্তির কথা বলেছেন। তিনি দাবী করেছেন দলের ত্যাগী এবং প্রবীন নেতা হিসেবে তাঁর এই মনোনয়ন প্রাপ্তির ফলে নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং পৌরসভায় তাঁর সমর্থকদের সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
নওগাঁবাসী এখন অধীর অপেক্ষায় আছেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনে প্রকৃতপক্ষে কে হচ্ছেন নৌকার মাঝি। আর কার মাধ্যমে দল পার হবে এই নির্বাচনের বৈতরনী। #