বুধবার, ২৫ মে ২০২২, ০৮:১৭ অপরাহ্ন
মহিউদ্দীন চৌধুরী,নিজস্ব প্রতিবেদক।।
আগামীকাল দুপুর ১২ টায় চট্টগ্রাম পুরাতন রেল স্টেশন চত্বরে মাননীয় সাংসদ, গণমানুষের প্রিয়মুখ, বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয় ঢাকা থেকে সোনার বাংলা ট্রেন যোগে দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন নিয়ে চট্টগ্রাম আগমন করবেন। তাই, বাংলাদেশ আওয়ামী লীগ এর সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাতকানিয়া – লোহাগাড়া উভয় উপজেলার সর্বস্তরের জনগণকে দুপুর ১২ টায় রেল স্টেশন চত্বরে উপস্হিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল। রোডম্যাপ রেল স্টেশন থেকে চরতি, দেওদিঘী, সোনাকানিয়া মির্জারখীল, বড়হাতিয়া,চুনতি শাহ সাহেব কেবলার মাজার ও এমপি মহোদয়ের আব্বার কবর জিয়ারত শেষে লোহাগাড়া স্টেশন, পদুয়া, সাতকানিয়া রাস্তামাথা হয়ে এমপি নদভী সাহেব এর মাদার্শা গ্রামের বাড়ীতে খাওয়ার খানেন।