বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:৪৬ অপরাহ্ন
আলমগীর হোসাইন, কুড়িগ্রাম প্রতিনিধি।
কুড়িগ্রাম-৩ শুন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে জেলা পর্যায়ে মতবিনিময় সভা শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ, রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আনোয়ার হোসেন, রংপুর ভারপ্রাপ্ত উপ-মহাপুলিশ পরিদর্শক বশির আহম্মদ পিপিএম (বার), কুড়িগ্রাম পুলিশ সুপার মেহদুল করিম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার জিএম মাহাতাব উদ্দিন প্রমুখ!
মতবিনিময় সভায় কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী এম এ মতিন ও জাতীয় পার্টির প্রার্থী ডাঃ আক্কাচ আলী সরকার অভিযোগ করে বলেন,তার নির্বাচনী প্রচারনায় আওয়ামীলীগ সমর্থকরা বাঁধা প্রদান করছে। তারা উলিপুর উপজেলা কার্যালয় এবং তার গাড়িবহরে হামলা ও ভাংচুর করে। এসময় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয় বলে অভিযোগ করে। এছাড়াও নির্বাচনী পরিবেশ অনুকুলে না থাকায় তিনি নির্বাচন বর্জনের হুমকি দেন। অপর দিকে আওয়ামীলীগ প্রার্থী এম এ মতিন অভিযোগ করে বলেন, জাপা প্রার্থী বহিরাগত লোকজন এনে নির্বাচনী এলাকায় আতংক সৃষ্টি করছেন। তার কর্মীর উপর হামলা, পোস্টার ছেড়া, জোড় করে কর্মীকে জাতীয় পার্টির পক্ষে কাজ করানোর জন্য চাপ সৃষ্টি করা এবং সাধারণ ভোটারদের অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ করেন। এনিয়ে মামলা হয়েছে বলে জানান তিনি। এছাড়াও বৃহস্পতিবার সন্ধায় জাতীয় পার্টির সমর্থকরা তার উপর হামলা করেছে বলে অভিযোগ করেন। এসময় তিনজন আহত হয়। আহতদের মধ্যে দুজন উলিপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ। এসময় নির্বাচন কমিশার রফিকুল ইসলাম জানান, পরিবেশ যদি উত্তপ্ত হয়ে যায় তাহলে প্রশাসন, নির্বাচন কমিশন এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সেখানে কাজ করবে। ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরীতে সব ধরনের চেষ্টা নেয়া হবে। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে আমরা সেই ব্যবস্থা গ্রহন করবো। মতবিনিময় সভায় প্রশাসনের লোকজন ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সে দুই প্রার্থী আচড়নবিধি লংঘন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। নির্বাচন কমিশনার এসময় সাংবাদিকদের বলেন,
সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠু নির্বাচন বিষয়ে যে নিতিবাচক ধারণা রয়েছে, আমরা তা পাল্টাতে চাই। নির্বাচন কমিশন যে কোনো মুল্যে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনবে। প্রতিটি মানুষ স্বাধীন ভাবে তার ভোটাধিকার প্রয়োগ করবে। জাপা প্রার্থীর নির্বাচন বর্জনের হুমকি, এদিকে ওই দিন দুপুর ২ টায় নির্বাচন বর্জনের হুমকী দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী ডাঃ আক্কাস আলী সরকার।
তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, কুড়িগ্রাম ৩ আসনে কুড়িগ্রাম-৩ আসনের উপনির্বাচনে নির্বাচনী প্রচারণায় আওয়ামীলীগ সমর্থকরা জাতীয় পার্টির প্রচারণায় বাঁধা প্রদান করছে। তাঁরা বৃহস্পতিবার রাতে উলিপুর উপজেলা জাতীয় পার্টি কার্যালয় ভাংচুর করে। এছাড়াও নির্বাচনী প্রচারনাকালে বিকেলে গুনাইগাছ এলাকায় প্রার্থীর গাড়িতে হামলা চালায়। পরে রাত ২ টার সময় কুড়িগ্রামের ভোকেশনাল মোড়ে তাঁর ভাড়া বাসায় প্রবেশ করার পর পরই সন্ত্রাসী হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় মোটর সাইকেলসহ গাড়ী ভাংচুর করে এবং নির্বাচনী প্রচারণার জন্য উত্তোলনকৃত ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। এ সময় ৩ জনকে প্রহার করে তাঁরা। এ ছাড়াও উলিপুর উপজেলার তবকপুর ইউসিয়নে জাপার এজেন্ট সমাবেশে হামলা চালিয়ে ২০/২৫ টি মোটর সাইকেল ভাংচুর এবং জিন্নাহ (৫২) বিপুল(৩৫) সহ অন্তত ৬/৭ জনকে পিটিয়ে আহত করে। এমন উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বিষয়টি পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদকে অবগত করা হয়েছ। তিনি সিদ্ধান্ত দিলেই ভোট বর্জন করা হবে।