মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ
চুয়াডাঙ্গা শহরের ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে চক্ষু শিবিরে চিকিৎসা নিয়ে ২০ জনের চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও চুয়াডাঙ্গার সিভিল সার্জনকে তলব করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার ৩ জুলাই, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেন বলে জানান রিটকারী আইনজীবী অমিত দাসগুপ্ত।
৯ জুলাই দুই জনকে হাইকোর্টে হাজির হতে হবে।
চোখ হারানোদের ২০ কোটি টাকা ক্ষতিপূরণে হাইকোর্টের রুল
একটি জাতীয় দৈনিকে ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন’! শীর্ষক শিরোনামে ২৯ মার্চ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনযুক্ত হাইকোর্টে রিট করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, ‘চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমুনিটি হেল্থ সেন্টারে তিন দিনের চক্ষু শিবিরের দ্বিতীয়দিন ৫ মার্চ ২৪ জন নারী-পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়। অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক মোহাম্মদ শাহীন। তবে বাসায় ফিরেই ২০ জন রোগীর চোখে ইনফেকশন দেখা দেয়।
রিটের পর হাইকোর্ট ১ এপ্রিল প্রত্যেককে এক কোটি টাকা করে মোট ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেন। দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চুয়াডাঙ্গার সিভিল সার্জন, ডিসি ও এসপি, ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার, ডা. মোহাম্মদ শাহীনসহ ১০ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়।
এ রুলের শুনানিকালে মঙ্গলবার আদালত তাদের তলব করেন বলে জানান আইনজীবী অমিত দাসগুপ্ত।