মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৩৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে বেসরকারি সেচ্ছাসেবি সংস্থা আশা ডুবি বাজার ব্রাঞ্চের উদ্যোগে ঝরে পড়া শিক্ষার্থী রোধ কল্পে আশার শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ ও ১৯ জুলাই’১৮ রোজ বুধ ও বৃহস্পতিবার ০২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। ব্রাঞ্চ ম্যানেজার এম হাসান নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডুবি বাজার ব্রাঞ্চের ১৫টি শিক্ষা কেন্দ্রের শিক্ষা সেবিকাগণ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ গ্রহন করেন।
শিক্ষা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন তার বক্তব্যে বলেন, আশা দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষে ১৯৭৮ সাল থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। এছাড়াও আশার নিজস্ব অর্থয়নে ২০০৫ সাল থেকে সারা দেশে খন্ডকালিন শিক্ষকের মাধ্যমে সুবিধাবঞ্চিত কোমলমতি ঝরেপড়া শিক্ষার্থীকে প্রাথমিক শিক্ষার আওতায় এনে প্রথমিক শিক্ষাকে শক্তিশালীকরণ কর্মসূচীর আওতায় সেবা প্রদান করে আসছে।
সভাপতির বক্তব্যে ব্রাঞ্চ ম্যানেজার এম. হাসান নোমান বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা আশা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। ফলে শিক্ষার মান বাড়ছে এবং ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমে আসছে। আশার মত বেসরকারি সংস্থাগুলোর এ ভাবে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে কাজ করলে বাংলাদেশের শতভাগ নিরক্ষর মুক্ত দেশ হবে।
দেশব্যাপী ঋণ কর্মসূচী, স্বাস্থ্য সহায়তা, স্বাস্থ্য সচেনতা, স্যানিটেশন কার্যক্রমের পাশাপাশি শিক্ষা কার্যক্রমের ব্যাপক সাফল্য অর্জন করছে।