মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:০৬ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন (সেনবাগ)
গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগে সোমবার রাত ৯ টার সময় র্যাব -১১ বিশেষ অভিযান পরিচালনা করে, উপজেলার ডোমনাকান্দী গ্রামের পরিত্যক্ত বোর্ড অফিস এলাকা থেকে ৪২ পিস্ ইয়াবা ও মাদক বিক্রির ২৫ হাজার টাকা সহ ৩ মাদক ব্যাবসায়ী কে আটক করে। আটককৃত আসামীরা হলেন, সেনবাগের মোঃপুর গ্রামের মৃত ওবায়দুল হকের পুত্র মনিরুজ্জামান পলাশ (৩৫) , লক্ষীপুর সদর উপজেলার হরিনারায়ন পুরের আঃ রউফের পুত্র হাবিবুর রহমান (৩৮), এবং বেগমগঞ্জ উপজেলার হাজিপুরের মৃত আঃ কাইয়ুম এর পুত্র আবুল হাশেম (৪১)। র্যাব -১১ এর সি, পি, সি -৩, লক্ষীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা, ও এ, এস, পি ইকবাল হোসেন এর নেতৃেত্বে উক্ত অভিযান পরিচালনা করা হয়।এসময় মাদক দ্রব্য বিক্রি ও রাখার অভিযোগে নোয়াখালী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকুনুজ্জামান খাঁন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯ (১) টেবিল এর ৯(ক) নং ধারা মতে, দোষী সাব্যস্ত করিয়া আসামীদের প্রত্যেক কে ৭ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আজ মঙ্গল বার দুপুরে আসামীদের কে নোয়াখালী জেলা বিচারিক আদালতে পাঠানো হয়।