বুধবার, ১৮ মে ২০২২, ১০:২৪ পূর্বাহ্ন
রফিকুল ইসলাম সুমন (সেনবাগ)
নোয়াখালীর সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহ -১৮ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ভারপ্রাপ্ত ইউএনও রক্তিম চৌধুরীর নেতৃত্বে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। এ সময় উপস্হিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী,উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আলমগীর আজাদী,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,মো: নাজিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হায়দার ভূঁঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সফি উল্ল্যা,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সামস আরফিন, প্রাথমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার,সাংবাদিক এম এ আউয়াল,আ’লীগ নেতা গোলাম কবির,আ’লীগ নেতা সাহাদাত আলী মন্জু, সাংবাদিক,মৎস্যজীবি, শিক্ষক,ছাত্র/ ছাত্রী সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।