মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:১৪ অপরাহ্ন
রফিকুল ইসলাম সুমন (সেনবাগ)
নোয়াখালীর সেনবাগে অাজিজপুর ব্যাপারী বাড়ির মৃত অলি উল্যার বড় ছেলে মানসিক প্রতিবন্ধী মো: ইউসুফ(৩০)গত ২২ জুন বিকালে ছমিরমুন্সির হাট বাজারে গিয়ে অার ফিরে অাসে নাই।অাত্মীয়-স্বজন সহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় মঙ্গলবার(৩ জুলাই)সকালে তার মা বিবি ছকিনা বেগম সেনবাগ থানায় একটি সাধারণ ডায়রি করেন।ডায়রি নং-৯৮,তাং-০৩/০৭/২০১৮ইং।মানসিক প্রতিবন্ধী ইউসুফের গায়ের রং শ্যামলা,উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি,মুখমন্ডল গোলাকার এবং দাঁড়ি রহিয়াছে।পরনে লুঙ্গি এবং ফুল শার্ট,দুই পায়ের দুটি অাঙ্গুল ছোট রহিয়াছে।উল্লেখ্য, গত ৬ বৎসর অাগেও ইউসুফ বাড়ি থেকে নিখোঁজ হয়ে কিছুদিন পর বাড়ি ফিরে অাসে।