শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:২০ অপরাহ্ন
মো: আনিসুর রহমান আগুন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর চ্যাংমারী গ্রামে অভিযান চালিয়ে শফিউল হক সরকারের ছেলে জাহাঙ্গীর আলম ২০৯ পিচ ইয়াবা এবং উত্তর সাহাবাজ গ্রামের শামসুল হকের ছেলে ইয়াবা ব্যবসায়ী সুমন মিয়াকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ওসি এসএম আব্দুর সোবহান জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।