বুধবার, ১৮ মে ২০২২, ০৯:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামের পশ্চিমে টলামারা এলাকার সুরমা নদী থেকে এক অজ্ঞাত ব্যাক্তির হাত পা বাধাঁ লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টায় স’ানীয় লোকজন নদীতে লাশ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দৰিণ সুনামগঞ্জ থানা পুলিশ ঘটনাস’লে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেলন করে।
লাশের দুই হাত পিছন দিক থেকে রশি দিয়ে বাঁধা এবং লাশের গায়ে লটো ব্রান্ডের খয়েরী কারো রংঙের টি শার্ট ও পরনে কাল হাফ টাওজার রয়েছে। লাশের মুখমন্ডলে,গলায় ও শরীরের বিভিন্ন স’ানে জখম রয়েছে। তবে লাশের কোন পরিচয় জানা যায়নি।
এ ব্যাপারে দৰিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন আছে। । তদন্তের পর পুলিশ আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।