বুধবার, ১৮ মে ২০২২, ১০:২০ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধি; গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ানের দখিন সাস্তোনা গ্রামে বজ্রপাতে মা ছেলেসহ নিহত ৩।রবিবার (১জুন) বিকেলে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন দখিন সান্তোনা গ্রামের রাশেদা বেগম (৩০) ছেলে আসিফ (১৫) এবং ভাগ্নিনা সিফাত (৯)।সাদুল্লাপুর থানার ওসি রোহান ঊদ্দিন জানান ; বিকালে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা মা ছেলে ও ভাগ্নিনাসহ একটি নির্মানধীন ভবনে আশ্রয় নেন।সেখানে বজ্রপাত হলে ঘটনা স্থানেই তিনজন নিহত হন ।সাথে সাথে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থাল থেকে লাশ উদ্ধার করেন বলে জানান এই পুলিশ কর্মকতা।