মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:৫৫ পূর্বাহ্ন
ডেস্ক।।। স্বপ্ন ভঙ্গ ব্রাজিলের। সমর্থকদের কাঁদিয়ে ব্রাজিলের বিদায়। কোয়ার্টারেই শেষ ব্রাজিলের লড়াই৷ বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল৷
শেষবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির মতো নেইমারদের এদিন যেন গোলকানা অবস্থা৷ দুই অর্ধ মিলিয়ে প্রায় হাফ ডজন সুযোগ তৈরি করলেও মাত্র একবারের জন্য বেলজিয়ামের জালে বল জড়াতে পেরেছে জেসুস-সিলভারা৷ অন্যদিকে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে টিকিট পেয়ে গেল বেলজিয়াম৷ চলতি বিশ্বকাপে কেন তাঁদের ‘ডার্ক হর্স’ বলা হচ্ছে সেলেকারওদের হারিয়ে বুঝিয়ে দিল ‘রেড ডেভিলস’রা৷ সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলবে বেলজিয়াম৷
প্রথমার্ধের ১৩ মিনিটের মাথায় ফার্নান্ডিনহোর আত্মঘাতী গোলে পিছিয়ে পরে ব্রাজিল৷ এরপর ৩১ মিনিটে ব্রাজিলের ডিফেন্স চিড়ে লুকালুর পাস থেকে দুরন্ত গোল ডিব্রুইনের৷ দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার বেলজিয়ামের অর্ধে বিপদ তৈরি করলেও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেননি ব্রাজিল৷ কুটিনহোর ক্রশ থেকে দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হেড অগস্টোর৷ দ্বিতীয়ার্ধের এই গোলই ব্রাজিলকে ম্যাচে ফেরার স্বপ্ন দেখালেও শেষ রক্ষা করতে পারেনি নেইমার-কুটিনহোরা৷