মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৫২ অপরাহ্ন
আজিজুল ইসলাম,যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেনাপোল সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশনের হল রুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সুজনের শার্শা উপজেলা শাখার সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুজনের যশোর জেলার সভাপতি এ্যাড. সালেহা বেগম।
আরো উপস্থিত ছিলেন, সুজনের যশোর জেলার সাধারণ সম্পাদক আবু সাঈদ, যশোর সদর উপজেলার সাধারণ সম্পাদক শহীদুল আলম, সহ সভাপতি শাহিনা খানম, শার্শা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ সুজনের শার্শা উপজেলা কমিটির সদস্যগন। সভা শেষে সর্বসম্মতিক্রমে দৈনিক সমকালের বেনাপোল প্রতিনিধি সাজেদুর রহমানকে সভাপতি, ফারুক আহম্মেদ কে সহ-সভাপতি,শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রানা আহম্মেদকে সাংঠনিক সম্পাদক মনোনীত করে আগামী তিন বছরের জন্য ২৭ সদস্য বিশিষ্ট সুজনের শার্শা উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।