মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:০৩ অপরাহ্ন
আলিফ হোসেন।।।
তানোর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে বেপরোয়া বাসের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় তানোর-আমনুরা রাস্তার যোগিশো মোড়ে এই দূর্ঘটনা ঘটেছে। নিহতের নাম মুরজিনা খাতুন (২৩) তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোসিয়া গ্রামের প্রবাসী রহমত আলীর স্ত্রী। গতকাল তিনি চাঁপাইনবাবগঞ্জ স্বামীর বাড়ী থেকে তানোরে পিতার বাড়ীতে আসার পথে ঘাতক বাসের চাঁপায় ঘটনাস’লেই নিহত হয়েছে।
জানা গেছে বুধবার বিকালের দিকে স্বামীর বাড়ী চাপাইনবাবগঞ্জ আমনুরা থেকে বাসযোগে পিতার বাড়ী উপজেলা যোগিশো গ্রামে আসছিল। যোগিশো মোড়ে বাস থেকে নেমে রাস্তা পার হবার সময় আমনুরা থেকে ছেড়ে আসা বাস ধাক্কা দিলে রাস্তা পড়ে যান গৃহবধূ মুরজিনা । এসময় ঘাতক বাস না থামিয়ে গৃহবধূর শরীর ও মাথার উপর দিয়ে চালিয়ে দেন। সাথে সাথে প্রবাসী গৃহবধূ মুরজিনার মাথার মগজ বের হয়ে ঘটনাস’লেই মারা যান । কিন্তু অলোকিক ভাবে বেচে যায় তার একমাত্র পুত্র সন্তান। এদিকে দুর্ঘটনার সাথে সাথে মোড়ের লোকজন ও গ্রামবাসী মিলে বাসটিকে ধাওয়া দিলে ঘটনাস্থলে থেকে পালিয়ে আসলেও থানা পুলিশ বাস এবং চালককে আটক করেন । আটককৃত বাসটি জাহাঙ্গীর পরিবহণ। যার নম্বর গাজিপুর-জ ০৪-০২৪৫ । গৃহবধূর পিতা কবির জানান জামাই বিদেশ থাকে দীর্ঘদিন পর মেয়ে আমার বাড়ীতে আসছিল। কিন্তু মেয়ের বাড়ীতে ফিরে হলনা । এমন মৃত্যু যেন কোন পিতাকে দেখতে না হয় । এসব কথাগুলো বলছিলেন আর কাঁদছিলেন । এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বাস ও চালক আটক আছে নিহত গৃহবধুর আত্মীয় সজন আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।