শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৫৯ অপরাহ্ন
মোঃ আরিফ রববানী ঃ
ময়মনসিংহ সদর উপজেলা র উপজেলা নির্বাহী অফিসার সেলিম অাহমদ১২জুলাই বৃহস্পতিবার সদর উপজেলায় শেষ কর্মদিবস অতিবাহিত করে বিদায় নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার থেকে পদান্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক ময়মনসিংহ হিসেবে তিনি নতুন দায়িত্ব শুরু করবেন আগামী রবিবার থেকে ।
ময়মনসিংহ সদরে দায়িত্ব পালন কালে তিনি স্বচ্ছ ও দীর্ণীতি মুক্ত উপজেলা প্রশাসনকে জনকল্যানে সাধারন জনতার দোড়গোড়ায় পৌছে দেওয়ার মাধ্যমে তিনি সদরবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবেন এবং সাহসী দুটি কাজ হচ্ছে বেদখল হয়ে যাওয়া উপজেলা পরিষদের জায়গা পুনঃউদ্ধার এবং কালেক্টরেট স্কুল প্রতিষ্ঠা করা ।সদরের মানুষের মাঝে যুগ যুগ তিনি বেঁচে থাকবেন কীর্তিময় কাজের জন্য।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল কাজে সক্রিয় তদারকি ও অংশ গ্রহন এবং সার্বিক সহযোগিতার জন্য তার প্রতি সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ইউপ চেয়ারম্যান / মেম্বার ও উপজেলার আমজনতা চিরকৃতজ্ঞ ।