বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৩৬ পূর্বাহ্ন
মোঃ আরিফ রববানী ঃ
স্টাফ রিপোর্টার : বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন বার্তাকে সাধারন জনতার দুয়ারে পৌছে দেওয়ার মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আগামী দিনে আবারো নৌকায় ভোট দিয়ে উন্নয়নের কারিগর,মহিয়সী নারী,জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়ে যাচ্ছেন ময়মনসিংহ যুবলীগের যুগ্ম-আহবায়ক যুবনেতা এইচ এম ফারুক। তারই ধারাবাহিকতায় ২৩শে জুলাই সোমবার বিকালে ময়মনসিংহের সদরের বোরোরচর ইউনিয়নের ধিয়ারচর (সিংগমারী) আলফালা জামে মসজিদ প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো তরান্বিত করতে উন্নয়নের নেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনাকে আবারো বিজয়ী আহবান জানান । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- স্বাধীনতার পর থেকে এই চরাঞ্চলকে সব সময়ই অবহেলিত করে রাখা হয়েছে। সবাই নিজেদের ভাগ্য উন্নয়ন করেছেন কিন্তু সাধারণ মানুষের কোন উন্নয়ন হয়নি। চরাঞ্চলের মানুষের ব্যাথা কেউ বুঝে না। একমাত্র চরাঞ্চলের মানুষই চরাঞ্চলের মানুষের কথা বুঝে। মা যেমন সন্তানদের দুঃখ বুঝে, ঠিক তেমনি জননেত্রী শেখ হাসিনাও মানুষের দুঃখ বুঝেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলেই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কাকে বিজয়ী করে বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি। আপনাদের এখানে এসে আমি নিজেকে গর্বিত মনে করছি কারণ এই গ্রামে ২৮ জন মুক্তিযোদ্ধার বসবাস। যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তিনি বলেন- আমার ভাই স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)এর মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজ, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হয়েছেন,আমরা স্বাধীনভাবে বুক ফুলিয়ে চলাচল করতে পারছি,এই সবই বাংলার বীর সন্তান মুক্তিযোদ্ধাদের অবদান। মুক্তিযোদ্ধে অনেকেই শহীদ হয়েছেন,তাদের সশ্রদ্ধভরে স্মরণ করি। এ সময় বীর মুক্তিযোদ্ধা মইজ উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ খান, বীর মুক্তিযোদ্ধা ফজর আলী, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, বীর মুক্তিযোদ্ধা কাদির মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মাস্টার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা রুকনুজ্জামান, ৬নং ওয়ার্ড মেম্বার এনামুল হক, তোফাজ্জল হোসেন, ফরহাদ পাঠান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এইচ এম ফারুক এসময় তার বক্তব্যে -তার বড়-ভাই সদর-৪ আসনে আওয়ামীলীগেরর মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ এম এ আজিজের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।