মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:১৬ অপরাহ্ন
সুমন খান।।।
ঢাকা নান্দাইলসহ সারাদেশের সকল বেহাল সড়ক সংস্কার ও নিরাপদ করার দাবীই জনগনের একমাত্র চাওয়া। জনগন উন্নয়নের নামে প্রতারণা নয়,সকল কাজে শান্তি ময় উন্নয়ন দ্বারা করতে হবে বলে জানান।সড়ক নিরাপদ ভাবে যানবাহন পরিচালনা ভুনিকা রাখতে হবে। বেহাল সড়ক সংস্কার ও নিরাপদ জনজনের দাবী একমএ চাওয়া আমাদের কাম্য। প্রকৃত উন্নয়ন চায় বলে মন্তব্য করেছেন আকাশ-সড়ক- নৌ ও স্থলপথ নিরাপদ করণের দাবীতে স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোডের নেতৃবৃন্দ। সেভ দ্য রোড ময়মনসিংহ শাখার আহবায়ক মাসুদ রানার সভাপতিত্বে ২০ জুলাই বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। শান্তি সড়ক সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন। প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোডের মহাসচিব লায়ন শান্তা ফারজানা। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী ও চিত্রনায়ক যুবরাজ খান। বক্তব্য রাখেন সেভ দ্য রোডের যুগ্ম মহাসচিব শেখ হাবিব খোকন, সাংগঠনিক সস্পাদক হাসিবুল হক পুনম, গৌরী বালা, হরিদাস সরকার, সাংবাদিক আবুল বাসার পলাশ, আনোয়ার হোসেন, সাইমন, রুবেল, বাবু, জলিল, সুমন খান হাপেজ হাবিবুল হক, সোহেল রানা, শফিউল আলম উজ্জল, আনোয়ার হোসেন ভূইয়া, আবদুল আউয়াল বেপারী প্রমুখ।