শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৫৯ অপরাহ্ন
এম মহিউদ্দীন চৌধুরী,দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি।
চট্টগ্রাম-১২ পটিয়া আসনের দুই দুইবার নির্বাচিত মাননীয় সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী এম পি মহোদয়ের পক্ষে অনুদানের নগদ ১লক্ষ টাকা হস্তান্তর করলেন পটিয়া উপজেলা আ্ওয়ামীলীগ নেতা সমাজসেবক জনাব ওসমান আলমদার।এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল গনি,সহ সভাপতি মামবুবুল আলম,জাতীয় পার্টি নেতা আব্দু ছওার সওদাগর,হাজী জহির আহমদ প্রমুখ।এসময় আওয়ামীলীগ নেতা ওসমান আলমদার বলেন-পটিয়ার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে মাটি ও মানুষের নেতা আলহাজ্ব শামসুল হক চৌধুরীর বিকল্প নেই।তিনি আবারো এমপি শামসুল হক চৌধুরী কে বিজয়ী করার আহবান জানান।পরে তিনি
আলমদার পাড়া বায়তুল মোকাররম জামে মসজিদের সাধারন সম্পাদক ও পরিচালনা কমিটির হাতে অনুদানের চেক তুলে দেন।