শুক্রবার, ২০ মে ২০২২, ০৪:৫০ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি।।।
বানারীপাড়ায় সংসদ সদস্যের স্বেছা প্রনোদিত তহবীলের বরাদ্ধ থেকে দুস্তদের মাঝে গরু (বকনা বাছুর) বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্তরে গরু বিতরন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এডঃ তালুকদার মোঃ ইউনুস। এ উপলক্ষে ইউএনও মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়াজিত সভায় বক্তৃতা দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা , পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এডঃ মাওলাদ হোসন সানা। আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুলনেছা নাজমা, আওয়ামীলীগ নেতা মিন্টু মজুমদার, সুলতান সিকদার,জাহিদ হোসেন,আব্দুল আউয়াল প্রমুখ। এসময় ১২ জন দুস্তদের মাঝে গরু বিতরন করা হয়।###