মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৪৬ অপরাহ্ন
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি,
বানারীপাড়ায় মাহিম ও এডিবি ব্রিক ফিল্ডের মালিক ও ঠিকাদার নূরুল ইসলামকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে। পরিবারের দাবী পাওনা টাকা চাওয়ায় চাঁদাবাজীর মিথ্যা মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা হয়েছে। ওসি তদন্ত মোঃ ফারুক খান জানান, সৈয়দকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনায়ার হোসেন মৃধা ওই মামলা দায়ের করেছেন।তবে এলাকায় গুঞ্জন রয়েছে তিনি আওয়ামী এক নেতার প্রয়োচনায় এই মামলা করেছেন। তবে আনোয়ার মৃধা বিএনপি নেতা ও বিএনপির সাবেক চেয়ারম্যান।
এদিকে নুরুল ইসলামের স্ত্রী মুবিনা আক্তার ও ভাই বাবুল গোমস্তা জানান, আনায়ার হোসেন মৃধার সঙ্গে গুয়াচিত্র এলাকার দোসতীনা মাদ্রাসার সামনে একটি সড়কের ঠিকাদারী কাজ করেন। প্রথম বিল তুলে কিছু টাকা দেয়ার কথা থাকলেও এক কানা কড়ি না দিয়ে বলে চুড়ান্ত বিলের সময় সব টাকা দিয়ে দিবে কিন্তু চুড়ান্ত বিল উত্তোলন করে সব টাকা নিয়ে যায় আনোয়ার মৃধা। ওই কাজের জন্য ইট ও নগদ টাকা দেওয়া বাবদ আনায়ার র্মৃধার কাছে ১১ লাখ ৫০ হাজার টাকা পাওনা আছে। এ টাকা চাইলে ৩/৪ বছর ধরে বলছে হিসাবে বসতে হবে। কিন্তু বার বার তারিখ করেও আনোয়ার মৃধা হিসাবে বসে না। সম্প্রতি বানারীপাড়া বাজার বসে নুরুল ইসলাম তার পাওনা টাকা চাইলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপরই আনোয়ার মৃধা উল্টো চাঁদাবাজী মামলা দায়ের করেন। পুলিশ নুরুল ইসলামকে আদালতে প্রেরন করেছে।