বুধবার, ১৮ মে ২০২২, ১০:১৬ পূর্বাহ্ন
ডেক্স রিপোর্টঃ
বাংলাদেশ মহিলা পরিষদের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে যে ৬ মাসে প্রায় ৬০০ নারীর ইজ্জতহানি ধষণ হয়েছে।
গত সোমবার এ খবর প্রকাশ করা হয়েছে বলে খবর দিয়েছে ভারতের বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়, মহিলা পরিষদ তাদের রিপোর্টে বলেছে, মোট ধর্ষিতার সংখ্যা ৫৯২। এর মধ্যে ৯৮ জন নারী ও বালিকা গণধর্ষণের শিকার হয়েছেন। ২৯ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৬১ জন ধর্ষণ চেষ্টা থেকে পালিয়ে এসেছেন। এ ছাড়াও ধর্ষণ, ইভটিজিং, যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন ও অন্যান্য কারাণে নির্যাতিত হয়েছেন প্রায় ২০৬৩ জন নারী ও বালিকা।
ওই রিপোর্টে আরো বলা হয়েছে, এ সময়ে এসিড সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন ১০ জন নারী ও বালিকা। ৪৫ জনের মুখে অগ্নিসংযোগ করা হয়েছে। অপহৃত হয়েছেন ৭৭ জন। পাচার করা হয়েছে ১৩ জনকে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে, এ সময়ে যৌতুকের দাবিতে নির্যাতিত হয়েছেন ১১৩ জন নারী। এর মধ্যে ৫১ জনই মারা গেছেন।
অন্যদিকে ৮৪ জনের বাল্যবিয়ে দেয়া হয়েছে। ১লা জানুয়ারি থেকে ৩০ শে জুন পর্যন্ত ১৪টি দৈনিক পত্রিকায় প্রকাশিত রিপোর্টের সমন্বয় করে এ রিপোর্ট তৈরি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আপনাদের কাছে আরও তথ্য থাকলে আমাদের দৈনিক নতুনবাজার পত্রিকা ও সংবাদ সংস্থাকে জানানোর জন্য অনুরোধ রইল। নারী জাতিকে যারা অসম্মান করছে তাদের কঠিন সাজা দেয়া দরকার। নারী- কখনো কারো মেয়ে, কখনো কারো স্ত্রী, কখনো কারো সন্তানের মা। এই মায়ের জাতিকে সবাই সম্মান করুন। যেখানে দেখবেন অন্যায়, অবিচার ও অত্যাচার হচ্ছে নারীর উপর সেখানে গিয়ে প্রতিবাদ করা হবে।