বুধবার, ১৮ মে ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ন
ইমদাদুল হক,পাইকগাছা ,খুলনা ॥
আগামী একাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দলের নবীন-প্রবীন মিলে হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী নির্বাচনী প্রচারণায় একে অপরের বিরুদ্ধে রীতিমত বাক যুদ্ধে নেমে পড়েছে। কয়রা-পাইকগাছা নিয়ে খুলনা-৬ সংসদীয় আসন। এ আসন থেকে কোন দলের প্রার্থী কোন সময় পর্যায়ক্রমে একাধিকবার নির্বাচিত হতে পারেনি। এ আসন থেকে বিগত নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত ও জাতীয়পার্টির প্রার্থীরা বিভিন্ন নির্বাচনে জয়-পরাজয়ের স্বাদ গ্রহণ করেছেন। আগামী একাদশ সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান খুলনা-৬ আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করায় দলের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চলতি বছর বিভিন্ন তারিখে পাইকগাছা, কয়রা, চাঁদখালী, কপিলমুনির বিভিন্ন সভা সমাবেশে অর্থ উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের মাঝে বক্তব্য দিয়েছেন। নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে আগামী সংসদ নির্বাচনে দল চাইলে তিনি নির্বাচন করবেন, এমন আশ্বাস দিয়ে নেতাকর্মীদের প্রচারণার মাঠে নামিয়েছেন। উপজেলা ও পৌর আ’লীগের আহবায়ক ও সদস্য সচিব সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা ড. মসিউর রহমানের জন্য নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে দলের অনেক নেতাকর্মী জানিয়েছেন। এদিকে বর্তমান সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক, ড. মসিউর রহমান যে যে স্থানে সভা-সমাবেশ করেছেন তিনি প্রায় সকল স্থানে সভা-সমাবেশ করে প্রতিপক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার বক্তব্য দিয়েছেন। তিনি তার বক্তৃতায় বলেছেন, তার সাজানো বাগান থেকে কেউ ফুল তুলবে এ সুযোগে কাউকে দেয়া হবে না। তিনি আরো বলেন, ঐ সমস্ত ভাবী মনোনয়ন প্রত্যাশীদের পাশে সন্ত্রাসীদের উঠা-বসা দেখা যায়। অপর প্রভাবশালী প্রার্থী সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা বলেন, মনোনয়ন নেয়া-দেয়ার বিষয়টি সম্পূর্ণ নেত্রীর হাতে। নেতাকর্মীরা চাইলে আগামী সংসদ নির্বাচনে তিনি নির্বাচন করবেন। দলীয়ভাবে নেত্রী যাকে মনোনয়ন দিবেন তার জন্য সকলের কাজ করা উচিত বলে তিনি মনে করেন। অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা হলেন, খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকতারুজ্জামান বাবু, কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য ইঞ্জিনিয়ার প্রেম কুমার ও রশীদুজ্জামান মোড়ল।