বুধবার, ১৮ মে ২০২২, ০৮:২৯ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধি : মেহেদি হাসান মিথুন
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি ও আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ছাইফুলার রহমান চৌধুরী, সরকারি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকার ও উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্যাহিশ শাফী প্রমুখ। এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার, বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় পূর্ব নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-১ গোলে পরাজিত করেছে পলাশবাড়ী মডেল সরকারি বিদ্যালয়।উক্ত প্রতিযোগীতায় ২টি গ্রুপে উপজেলার ৯টি ইউনিয়নে মোট ১৮টি দল অংশগ্রহণ করছে।