বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৯:০০ অপরাহ্ন
মো: বাবুল হোসাইন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার জনাবা শারমিন সুলতানা নিতুপাড়া উচ্চ বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শনকালে দেখা যায় প্রধান শিক্ষক স্কুলে উপসি’ত নেই। দুটি ক্লাস রুমে সব মিলিয়ে ১৫-২০ জন ছাত্রছাত্রী হবে।তারা বই সামনে নিয়ে বসে আছে। কোনো ক্লাসেই কোনো শিক্ষক নেই। পরে জানা গেল দুটি ক্লাস ই নিচ্ছেন একজন শিক্ষক। যিনি টিচার্স রুমে বসে অন্য শিক্ষকদের সাথে গল্প করছিলেন, নির্বাহী অফিসারকে দেখে বেরিয়ে এলেন। এই যদি হয় শিক্ষা প্রতিষ্ঠানের অবস’া তাহলে তার শিক্ষার মান কেমন সেটা সহজেই অনুমেয়। সে বিষয়ে না হয় আর না ই বলি। নির্বাহী অফিসার শারমিন সুলতানা বলেন অত্যন- ব্যাথিত মনে জানাচ্ছি এই স্কুলেই কিছুদিন আগে আমি বেশ আয়োজন করে মিড ডে মিল চালু করেছিলাম। হতাশ হয়ে ফিরে এলাম। শিক্ষকগন তাদের মূল্যবোধ সম্পূর্ন হারিয়ে লাভ লোকসানের প্রতি মনোযোগী হয়েছেন। আর এভাবেই হয়েছে ছাত্রছাত্রী দের দূর্ভাগ্যের শুরু। সূত্রে মতে জানা জায় ঐ প্রধান শিৰক একজন নামী-দামী ঠিকাদার এবং তার সহধর্মীনি ঠাকুরগাঁও একটি মডেল স্কুলের শিৰিকা। চলবে