মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৬:১০ অপরাহ্ন
মো: বাবুল হোসাইন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় তেতুলিয়ায় ফেন্সিডিল বিক্রি বন্ধ হয়নি, শুধু বদলেছে কৌশল আর বোতলের আকৃতি।। সেবেনআপ এর বোতলে ফেন্সিডিল ঢুকিয়ে এভাবেই, চলছে মাদক কেনাবেচা। ছবিটা ভজনপুর এলাকা থেকে নেয়া। ভজনপুর সরদারপাড়া এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা বকুল এভাবেই চালিয়ে যাচ্ছে তার মাদক সাম্রাজ্য। পরবর্তীতে হাকিমপুর এর হারুন এর মাদকের চাঞ্চলকর সংবাদ থাকছে। চোখ রাখুন পরর্বীতে। মডেল থানার ওসি মহোদয়ের দৃষ্টি আকর্ষন করছি।