মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৪০ অপরাহ্ন
মো: বাবুল হোসাইন পঞ্চগড় জেলা প্রতিনিধি: হত্যা নাকি আত্নহত্যা? যটাই হোক না কেন, দুটোই অপরাধ। এই মৃত্যুগুলো যেন থেকে যায় অধরায় সঠিক বিচার না হওয়ায় এ মৃত্যুর মিছিল যেন ক্রমাগত বেরেই চলছে। এদিকে ভিকটিম এর পরিবার নীরব। তাহলে কি লাশ নিয়ে কেনাবেচার হাট বসেছিলো ঢাকায়? বিয়ের মাত্র দুমাসের মাথায় লাশ হয়ে বাড়িতে ফিরলো তেতুলিয়ার নাট্যশিল্পি তানিয়া আকতার নদী। ঢাকা তীতুমীর কলেজের প্রথম বষের্র ছাত্রী নদীর সাথে শাওনের পরিচয় ঢাকাতেই। এক পর্যায়ে মন দেয়া-নেয়া অতপর বিয়ে। বিয়ের পর ঢাকার উত্তরায় বাবা মায়ের সাথেই নদীকে নিয়ে থাকতো শাওন। শাওনের পরিবার শুরু থেকেই পুত্রবধু হিসেবে মেনে নেয়নি নদীকে। করেছে শারীরিক ও মানষিক নির্যাতন। এক পর্যায়ে গত বুধবার নদীর মৃত্যর খবর ছড়িয়ে পরে। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ ও পরবর্তিতে পুলিশের ময়না তদন- শেষ করে নদীর লাশ নিয়ে আসা হয় তেতুলিয়ায়। নদীর পরিবার ও একাধিক সুত্র মতে, শুরু থেকেই নদীকে নির্যাতন করা হতো এবং ঘটনার সময়ও নদীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। এতকিছু জানার পরও ভিকটিমের পরিবারের নিরবতা রহস্যজনক। এখন পর্যন- কোন মামলা দায়ের হয়নি। তাহলে কি আমরা ধরে নিতে পারি,,, তানিয়ার লাশ নিয়ে দুইপরিবার কেনাবেচা করেছে । সুষ্ঠ তদন- করে অপরাধী দের আইনের আওতায় না আনলে, দিন দিন আইনের প্রতি জনগনের আস’া বাড়বেনা, বরং কমবে। চলবে।