বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৪৬ পূর্বাহ্ন
মো: বাবুল হোসাইন পঞ্চগড় জেলা প্রতিনিধি: এসব তানিয়া আক্তার নদীর মৃত্যু থাকে অধরায়। অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকাস্থ তেতুলিয়ার নাট্য শিল্পী তানিয়া আকতার নদীর হত্যাকান্ডে জরিতদের বিরুদ্ধে হত্যা মামলা করতে যাচ্ছে, নদীর পরিবার। মামলার সকল প্রস্তুতি সম্পন্ন এবং স্বামী সহ মোট ৫ জনকে আসামী করে ঢাকার দক্ষিনখান থানায় মামলা করা হচ্ছে বলে জানালেন নদীর বাবা। আজ হতে প্রায় ১২ দিন আগে, ঢাকায় নিজ শশুরবাড়িতে মির্মম ভাবে হত্যা করা হয় তেতুলিয়ার মেয়ে তানিয়া আকতার নদীকে।। ভালবেসেই ঘর বেধেছিল নদী, শাওনের সাথে। কিন্তু সে ঘর যেন একটি নিকশ কালো রাত্রে ভেঙ্গে চুড়মাচার হয়ে যায়। কারন নদীরাতো গরীব ঘরের। বিয়ের দুমাসের মাথায় তাকে লাশ হয়ে ফিরতে হলো গ্রামের বাড়িতে।। হত্যাকান্ডে অভিযুক্ত নদীর স্বামী শাওন ও তার বাবা ইয়াবা সেবন ও ব্যবসার সাথে জরিত ছিল, এমন অভিযোগ রয়েছে নদীর পরিবারের পক্ষ হতে। হত্যাকারী যেই হোক না কেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছে পঞ্চগড় সর্বস্তরের মানুষ। না হলে অপরাধীরা থেকে যাবে ধরা ছোয়ার বাইরে আর নদী, পলি, কলি, তুলি, তিথি, তৃষ্ণা, তন্নি এদের মৃত্যুর মিছিল বেরেই চলবে।
মো: বাবুল হোসাইন
পঞ্চগড় জেলা প্রতিনিধি