মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৫২ অপরাহ্ন
মো:বাবুল হোসাইন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের তেতুলিয়ায় আইন সৃঙ্খলার চরম অবনতি, ভিন্ন কৌশলে চুরি ডাকাতি বেরে চলছে, একটি ডাকাত দলের সক্রিয় চক্র সমাজের অর্থ বিত্য পরিবারদের বেছে বেছে সর্বশ লুট করে নিচ্ছে। তেতুলিয়ার ভজনপুর নয়াবাড়ি, বুড়াবুড়ীর মন্ডল পাড়া ডাহুক, বাংলাবান্ধা, দেপনগড়ের পাঠান পাড়ার পর এবার শালবাহানের কালিতলা বালাবাড়ীতে দুদিন থেকে খাবার পানি ও খাবারে ঘুমের ঔষদ মিশিয়ে পরিবারের সবাইকে অচেতন করে টাকা পয়সা, শনা গহনা সহ প্রায় ২০ লক্ষ টাকা লুট করেছে। তবে এর আগে লুটের অন্য স’ান গুলোতে কিছু মহিলা তাবলিগের নামে শত কিলোমিটার দুর থেকে এসেছি বলে বাড়ীতে আশ্রয় নিয়ে পানি ও খাবারে ঔষদ মিশিয়ে ডাকাতি করেছে। ভুক্ত ভুগী প্রতিটি পরিবার তেতুলিয়া থানায় মামলা/অভিযোগ করলেও পুলিশ এখন পর্যন- কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি। এর পাশাপাশি একটি চক্র প্রতিদিন মহিলা দিয়ে মোবাইল ফনে বিভিন্ন ব্যাবসায়ীর সাথে প্রেমের সম্পর্ক তৈরী করে দেখা করার কথা বলে আটক ককরে ব্লাকমেই করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এমন ঘটনায় পরিচিত কয়েক জনের নামে অভিযোগ করা হলেও কোনো সুরাহা মেলেনি।