মঙ্গলবার, ২৪ মে ২০২২, ০৮:১৮ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক: দৈনিক গণআলো পত্রিকায় রুহিয়া থানা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি গ্রামের সাংবাদিক গৌতম চন্দ্র বর্মন । দৈনিক গণআলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো আকতারুল জামান আকতার স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে রুহিয়া থানা প্রতিনিধি হিসাবে নিয়োগ প্রদান করেন।
শনিবার দুপুরে গৌতম চন্দ্র বর্মন আইডি কার্ড হাতে পান। সাংবাদিক গৌতম চন্দ্র বর্মন।
শিক্ষা তর্থ্য.কম,নেক্সবিডি২৪.কম জিখর.কম ঠাকুরগাঁও প্রতিনিধি,নতুন বাজার২৪.কম এর নিজস্ব প্রতিবেদক, দর্পন২৪.নেট স্টাফ রিপোটার হিসাবে বিগত কয়েকবছর ধরে পেশাগত দায়িত্বপাল করে আসছেন।
পেশাগত দায়িত্বপালনে গৌতম চন্দ্র বর্মন সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।