মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৪:৪৭ অপরাহ্ন
মোত্তালিব সরকার ।।
বগুড়া নিজস্ব প্রতিনিধি =গ্রাম পুলিশ বাহিনী একটি সুসংগঠিত, সুশৃংখল বাহিনী। দেশের অাইন শৃংখলা রক্ষায় সর্বোচ্চ ভুমিকা পালন করে এই দায়িত্ববান বাহিনী। অথচ তাঁরা খেয়ে না খেয়ে অমানবিক ভাবে জীবন যাপন করছে। দেশের প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশ। অামরা জানি কিংবা শুনেছি স্বাধীনতা যুদ্ধের সময় গ্রাম পুলিশের ভুমিকা ছিল অপরিসীম। অথচ দেশের সেবাই সর্বাত্বক হবার পরেও অাজ গ্রাম পুলিশ অবহেলায় দুঃখ কষ্টে জীবন যাপন করছে। তারা এখনো অবহেলিত একটি গোষ্ঠী।অনেকে তাদের গ্রাম্য ভাষায় চকিদার বলে। যেখানে দেশে ৮ ঘন্টা পরিশ্রমের মুজুরী সর্বনিম্ম ৫৩০০ টাকা অথচ অামার জানামতে গ্রামপুলিশ বাহিনী বাংলাদেশ সরকারের গেজেট ভুক্ত ৪র্থ শ্রেনীর কর্মচারী হয়েও মাসিক বেতন পান ৩ হাজার টাকা ও কমান্ডার বেতন পান মাসিক ৩৪০০ টাকা । গ্রামপুলিশ বাহিনী তাঁদের অধিকার অাদায়ের জন্য, দু’মুঠো ভাতের জন্য, নানাবিধ কাজ করে থাকেন।শুধু তাই নয় পুলিশ বাহিনী তাদের কাজে লাগিয়ে নানান রকম কাজের সয়হাতা নেয়। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রনালয়ে দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষের সুদৃষ্টি ও পদক্ষেপ কামনা করছি বাংলাদেশ গ্রামপুলিশ বাহিনীর পক্ষ থেকে। গনতন্ত্রের মানুষকন্যা, বিশ্বমানবতার বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা যেখানে ১০ লক্ষ রোহিঙ্গাকে পুর্নবাসন করে বিশ্ব দরবারে মানবেতর নজির স্থাপন করেছেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী অাশা করেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অনুগত চৌকিদার/দফাদার যা বর্তমান গ্রাম পুলিশ বাহিনীকে তাদের মর্যাদায় অধিষ্ঠিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নটা সম্পুর্নরুপে বাস্তবায়ন করার প্রত্যাশা করে সচেতন মহল।