শুক্রবার, ২০ মে ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
আলিফ হোসেন।।।
তানোর (রাজশাহী) প্রতিনিধি।।।
রাজশাহীর তানোর সম্পতি নিয়ে বিরাধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসিয়ে বসে আনতে প্রতিপক্ষের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণাদিত হয়ে থানায় মিথ্যা অভিযোগ করা হয়েছ বলে অভিযোগ উঠেছে। তানোরের পাঁচদর ইউপির বনকেশর চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং গ্রামবাসির মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তানোরের পাঁচদর ইউপির বনকেশর চকপাড়া গ্রামে সম্পত্তি নিয়ে বিরাধের জের ধের গ্রামের মত জিয়ারতুলাহ-এর পুত্র ময়েজ উদ্দীনসহ চারজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন প্রতিপক্ষ ফারুক হোসেনের স্ত্রী নার্গিস পারভিন। স্থানীয়রা জানান, নার্গিস পারভিনের বাড়ির ল্যাট্রিনর মূল-মূত্র ও ময়লা ফজলুর রহমানের বাড়ির প্রবেশ দ্বার দিয়ে দেয়া হয়েছে। এতে ফজলুর রহমানের বাড়ির পরিবেশ দুষিত ও দুর্গন্ধ বসবাস করা দায় হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। সম্প্রতি এ বিষয়টি নিয়ে ফজলুর রহমানের সঙ্গে প্রতিপক্ষ নার্গিস পারভীন ও তার স্বামী ফারুক হোসেনের বাকবিতন্ডতা ও কথা কাটাকাটি হয়। অথচ এই তুছ ঘটনাকে কেন্দ্র করে নার্গিস পারভিন প্রতিপক্ষ ফজলুর রহমানকে ফাঁসিয়ে বসে আনতে ফজলুর রহমানসহ চার জনের বিরুদ্ধে তানোর থানায় মিথ্যা অভিযোগ করেছে। সরজমিনে অনুসন্ধান করলেই প্রকৃত ঘটনা উৎঘাটন হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে গ্রামবাসি সরজমিনে অনুসন্ধান করে প্রকত ঘটনা উৎঘাটন ও যথাযথ ব্যব¯া গ্রহণর জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের জররী হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপার তানোর থানার (ডিউটি অফিসার) দায়িত্বরত কর্মকর্তা বলেন, এবিষয়ে একটি জিডি রেকর্ড করা হয়েছে। এব্যাপার নার্গিস পারভিন তার বিরুদ্ধে উখাপিত অভিযাগ অস্বীকার করে বলেন, মিথ্যা নয় সত্য ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন। এব্যাপার ফজলুর রহমান বলেন, তাদের ফাঁসিয়ে বসে আনার জন্য নার্গিস পারভিন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।