মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:৩৪ অপরাহ্ন
তানার (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর তানোরে বড় ভাইকা ফাঁসিয়া বসে আনতে তার বিরুদ্ধে ছোট ভাই মিথ্যা অভিযোগ করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিক বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের অভিযোগের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীরা জানান, তাজবুল ইতিমধ্য বিভিন্ন কৌশলে প্রতারণা করে তার পিতার কাছ থেকে অবসর ভাতার টাকা ও সম্পত্তি হাতিয়ে নিয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, শিক্ষক তোফাজ্জুল হোসেন (অবঃ) (৭৫) ২০০১ সাল থেকে তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে তানোর উপজেলার চকদমদমা গ্রামে বসবাস করছেন। কিত্তু গত বছরর ১৬ নভেম্বর তিনি ব্রেন স্ট্রোক করে গুরত্বর অসুস্থ হয়ে পড়েন। প্রথম স্ত্রীর সান মোহনপুর উপজেলার গাপইল গ্রামের সাজ্জাদ হোসেন তার বাবাকা দেখার উদ্দেশ্য পরিবারের সম্মতিতে চলতি বছরের ২৩ ফব্রুয়ারী তার মোহনপুরের বাড়িতে নিয়ে যায় ও চিকিৎসা করায়। এদিক তাদের আচরণ খুশি হয়ে পিতা তোফাজ্জুল হোসেন সেচ্ছায়-স্বজ্ঞানে চলতি বছরের ৫ জুন মোহনপুর সাব-রেজিষ্ট্রি অফিসে পুত্র সাজ্জাদের নামে কিছু জমি হবে ঘোষনা দলিল রেজিষ্ট্রি করে দেন যাহার দলিল নম্বর ১৮৬৪/১৮। অন্যদিক পিতা তোফাজ্জুল হোসেন ফের দ্বিতীয় স্ত্রীর বাড়িতে আসতে চাইলে সাজ্জাদ তার পিতাকে তানোরের চক দমদমা গ্রামে ছোট মার বাড়িতে রেখে যায়। অথচ এই তুছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই তাজিবুল তার বড় ভাই সাজ্জাদের বিরুদ্ধে থানায় মিখ্যা অভিযোগ করে। এব্যাপারে জানতে চাইলে বড় ভাই সাজ্জাদ আলী বলেন, তাজবুল ইতিমধ্যে তার বাবার অবসর ভাতার টাকা ও অনেক সম্পত্তি জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে। আর বিষয়টি তার পিতা জানত পেরে তাদের কিছু জমি দেয়া হবে ঘোষণা রেজিষ্ট্রি দলিলর মাধ্যমে দিয়েছন। তবে তাজবুল অভিযাগ অস্বীকার করে বলেন, তার ভাই সাজ্জাদ প্রতারণা করে দলিলর মাধ্যমে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। এব্যাপার মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম বলেন, অভিযাগ পাওয়া গেছে বিষয়টি গুরত্বসহকারে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, সম্পত্তির দলিলের বিষয় তাদের তেমন কিছু করনীয় নাই এটা আদালতের বিষয়, তবে সম্পত্তি নিয়ে যেন শান্তি শৃঙ্খলা ভঙ্গ না হয় সেটা তারা দেখবেন।