বুধবার, ২৫ মে ২০২২, ০৭:৫২ অপরাহ্ন
মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া, খুলনা।।
খুলনার ডুমুরিয়ায় ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্ভোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদৈগে রোববার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগমের সভাপতিত্তে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি উপ পরিচালক কৃষিবিদ আব্দুল লতিফ, কৃষি অফিসার মোঃনজরুল ইসলাম। ,উপজেলে চেয়ারম্যান মোঃ খান আলী মুনছুর,জেলা প্রশিক্ষণ কৃষি অফিসার পঙ্কজ কুমার মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মল্লিক, থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন।উপস্থিত ছিলেন,সিনিয়র মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী, প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস,সমাজসেবা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান,শিক্ষা কর্মকর্তা জি এম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন ।