বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৮:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার-এ প্রতিপাদ্য বিষয়ে বুধবার সকাল সাড়ে ১১টার সময় একটি শোভাযাত্রা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
পরে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আঃ মান্নান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ মোহা. রহমতুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোশাররফ হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মনোরঞ্জন বর্মন, সাংবাদিক মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যা দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী ছোট পরিবার গঠনের পরামর্শ দিয়ে যাচ্ছি। জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন বক্তরা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বিভিন্ন স্তরের কর্মচারীদের পারফর্মের উপর পুরস্কার প্রদান করা হয়।
।। গৌতম চন্দ্র বর্মণ।।।