বুধবার, ২৫ মে ২০২২, ০৬:৪১ অপরাহ্ন
আনোয়ার হোসেন (হরিপুর উপজেলা)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বালিহাড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ৭টি পরিবার কে সহযোগীতা করতে হাত বাড়িয়ে দিলেন অধ্যক্ষ, এ কে এম শামীম ফেরদৌস টগর ।
হরিপুর উপজেলার বালিহাড়া গ্রামে গত কয়েক দিন আগে খোড়ের পালা থেকে আগুন লাগে এতে ৭টি পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়৷ পরিবার গুলো সব হাড়িয়ে অসহায় জীবন যাপন করছিল৷ এমন খবর পেয়ে জরুরী ভাবে ঢাকা থেকে ফিরেই নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ালেন, হরিপুর উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর উপজেলা শাখা।
অধ্যক্ষ,এ কে এম শামীম ফেরদৌস টগর বলেন, গত এক সপ্তাহ ধরে আমি আমার জরুরী কাজে ঢাকায় ছিলাম৷ আমি নিজ এলাকা হরিপুরের খবর জানার জন্য আমার স্হানীয় কর্মীদের ফোন করি৷ আমি ফোনে ঘর পোড়া ও ক্ষয়ক্ষতির বিষয়টি জানতে পারি৷ খবরটি জানার পরে স্থীর থাকতে পারলাম না আমি আমার বাকী কাজগুলো রেখেই জরুরী ভাবে ঢাকা থেকে হরিপুর বালিহারা গ্রামের ঘর পোড়া অসহায় পরিবারগুলোর কাছে ছুটে আসি এবং তাদের পাশে দাঁড়াই ।