মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৫:১১ অপরাহ্ন
গীতিগমন চন্দ্র রায়।।পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের রঘুনাথপুর গ্রামের নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী হক বেকারী ও হক পরিবহনের মালিক মোঃআব্দুল হক ঢাকা স্কুয়ার হাসপাতালে হৃদরোগে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বৃহস্পতিবার পীরগনজে জানাজা শেষে দাফন কার্য সন্পন্ন হয়।সেসময় তার অসংখ্য গুনগ্রাহী আত্নার মাগফেরাত কামনা করেন।