মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর প্রতিনিধি ঃ
জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নে ৬ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম জুলহাস উদ্দিনকে (৫৮) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় গোপালপুর বাজার এলাকায় ওই ইমামের বাড়িতে এ ঘটনা ঘটে। বুধবার জামালপুর সদর থানায় মামলা দায়ের করে আসামি জুলহাস উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। ১৯ জুলাই জামালপুর জেনারেল হাসপাতালে নির্যাতিত শিশুটির বয়স নির্ধারণী পরীক্ষা করানো হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, শিশুটি সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের চাঁনপুর এলাকায় নানির বাড়িতে থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়ত। তাদের বাড়ির কাছাকাছি গোপালপুর বাজার এলাকার মসজিদের ইমাম জুলহাস উদ্দিন ১৭ জুলাই ফুসলিয়ে শিশুটিকে তার বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় ওই বাড়িতে হানা দিয়ে জুলহাস উদ্দিনকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়।