বুধবার, ১৮ মে ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ন
সৈকত আহমেদ বেলাল, জামালপুর প্রতিনিধি ঃ
অবশেষে আদালতের রায়ে চেয়ারম্যান হলেন জামালপুরের মেষ্টা ইউনিয়নের নাজমুল হক বাবু। ট্রাইব্যুনাল রায়ের প্রেৰিতে জামালপুরের জেলা প্রশাসক সোমবার সন্ধায় শপথ বাক্য পাঠ করান।
জানা যায়, জেলার সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে ৩১ মার্চ ২০১৬ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী জামিনুর ইসলাম (নৌকা) ৮ হাজার ৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হক বাবু (আনারস) বেশি ভোট পেয়েও পরাজিত হন। কারচুপির অভিযোগে ওই ফল চ্যালেঞ্জ করে ১ নভেম্বর ২০১৬ সালে নির্বাচনী ট্রাইব্যুনালে ভোট পুনঃগণনার জন্য মামলা করেন। বিজ্ঞ আদালত ২৮ মে ২০১৮ বাদী/বিবাদী উভয় পক্ষের উপসি’তিতে ভোট পুনঃগণনা করেন। গণনায় নাজমুল হক বাবু পেয়েছেন ৭ হাজার ৬শ ৭৭ ভোট ও জামিনুর ইসলাম তালুকদার পেয়েছেন ৬ হাজার ৬শ ৫৪ ভোট। এক হাজার ২৩ ভোট বেশি পাওয়ায় আদালত নাজমুল হক বাবুকে বিজয়ী ঘোষাণা করে রায় দেন।
আদালতের রায়ে জেলা প্রশাসক আহমেদ কবীর সোমবার সন্ধায় নাজমুল হক বাবুকে মেষ্টা ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে শপথবাক্য পাঠ করান। তবে জামিনুর ইসলাম তালুকদার এ রায়ের বির্বদ্ধে একই আদালতেই আপিল করেছেন। ১ আগস্ট আপীলের শুনানি হবে বলে জানা গেছে।