বুধবার, ২৫ মে ২০২২, ০৮:৩০ অপরাহ্ন
গৌতম চন্দ্র বর্মন নিজস্ব প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত বিভিন্ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মচারীরা চাকরি জাতীয়করনের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও এলজিইডির সামনে এ মানববন্ধন কর্মসূচীটি পালিত হয়েছে।
মানববন্ধনে ঠাকুরগাঁও এলজিইডি কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি নবাব হোসেন খান, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আজিজুন নাহার ও মরিয়ম বেগম সহ অন্যান্ন সদস্যরা বক্তব্য দেন।
বক্তারা মহামান্য হাইকোর্ট ও সুপ্রীম কোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে এলজিইডির মাস্টাররোল/ উন্নয়ন প্রকল্পের রায়প্রাপ্ত ৩ হাজার ৮ শ ২৩ জন কর্মচারীকে অতিসত্ত¡র রাজস্বখাতে নিয়মিত করার এবং এলকেএসএস এর মাধ্যমে নিয়োগ বন্ধের জোর দাবি জানান। তারা তাদের দাবিকে মানবিক ও যৌক্তিক উল্লেখ করে তা মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান।